এম,এ,নাঈম (বোয়ালখালী)চট্টগ্রাম: বোয়ালখালীতে দুই ঘণ্টায় এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১১জন আহত হয়েছেন। ১৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টায় থেকে ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭জন শিশুসহ ১১জন চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী। পাগলা কুকুরটি সকাল নাগাত উপজেলা রেললাইন সংলগ্ন আসাদিয়া মুড়ির মিলের সামনে একজন মহিলা ও সিএনজি অটোরিকশা স্টেশনে সিএনজি বসা অবস্থায় আরেক মহিলাকে কামড় দেয়। এরপর চারিদিকে আতঙ্ক বিরাজ করে। সূত্র জানায়, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করেছেন কর্তব্যরত চিকিৎসক। স্থানীয়রা জানান, পৌরসভা ৪নং ওয়ার্ডের বণিকপাড়া ও সদরে একটি পাগলা কুকুর আক্রমণ করে বেশ কয়েকজনকে গুরুতর আহত করেছে। এতে পথচারী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ জানান, পাগলা কুকুরটিকে ধরতে আমরা মানুষ পাঠিয়েছি । মেডিকেলের তথ্যসুত্রে জানা যায় আহতরা হলেন, মো. তৌহিদ (৪), রিফাত (৪), রিয়া (৯), শুভকর (২০), ভাষ্কর ধর (৯), দীপ ধর (৬), জয়রাম বিশ্বাস (৯), নুর বেগম (৩৫), মো. আবদুল আজিজ (৪০), জয়ন্তী দাশ (৪৮) ও মাধব ধর (৪৪)।
Discussion about this post