বোয়ালখালী প্রতিনিধি :শিশুদের মুখে হাসি। উচ্ছ্বাসিত সবাই। প্রত্যেক বিদ্যালয়ের মাঠে দীর্ঘ লাইন। বই হাতে পেলে যেন মন হচ্ছে বিশ্ব জয়ের হাসি। নতুন দিন, নতুন বছর, নতুন শ্রেণী, গায়ে নতুন পোশাক। আর সবাই হাতে হাতে নতুন বই। বুধবার সারাদেশের ন্যায় বোয়ালখালীতে ‘বই উৎসব’ শুরু হয়।
বই উৎসব মাধ্যমে সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রম শুরু করে। নতুন বছরে বোয়ালখালীর কিন্ডারগার্ডেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তোলে দেওয়া হয়। কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া জানান, বই উৎসব মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হয়েছে। ১লা জানুয়ারি বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া একটি যুগান্তকারী পদক্ষেপ মনে করি। এবং এবছর মুজিববর্ষ সবাই সুন্দরভাবে উদযাপন করুক এ কামনা করি। উক্ত বই উৎসব অনুষ্ঠানে সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুর রহিম জানান, বর্তমান সরকার নতুন বছরের প্রথম দিন (১লা জানুয়ারি) বই উৎসবের মাধ্যমে সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়ায় গরীব মেধাবী শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে না।
তিনি আরো জানান, বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন,
মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ বশর, বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ডের কাউন্সিলর শাহাজাদা মিজানুর রহমান সহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। পরে উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে গোমদন্ডী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ বই উৎসবও উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, শিশুদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা ও নৈতিক শিক্ষা লাভ করতে হবে। বর্তমান গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মানকে প্রসারিত করছে এবং শিক্ষা ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলেছে। তিনি আরো বলেন, আমাদের সময় পুরাতন বই দিয়ে লেখাপড়া করতে হত। কিন্তু বর্তমান সরকারের এ সফল উদ্যোগের কারণে সব শিক্ষার্থী বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে বছর শুরু করে। পিছিয়ে নেই বোয়ালখালীর মাদ্রাসাও বিদ্যালয়ের মত বই উৎসব অনুষ্ঠানে চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শোয়াইব রেজা বলেন, ২০১০ সাল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছর পহেলা জানুয়ারি বই উৎসব অনুষ্ঠিত হয়। এতে করে গরিব মেধাবী শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ পাচ্ছে এবং দেশে প্রতিনিয়ত বেড়ে চলছে শিক্ষার হার।
এসময় তিনি আরও জানান, জিল্লুর রহমান হাবীবির তত্বাবধানে অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওবাইদুল্লাহ্, অধ্যাপক সাব্বির আহমদ, দেলোয়ারুল ইসলাম, মঈনুদ্দীন মোহাম্মদ ওসমান, মোহাম্মদ এনামুল হক, মোরশেদা বেগম, ইসমাঈল কুতুবী, বিবি কুলসুম, আবদুল মালেক নুরী, রিটু কুমার বড়ুয়া, জয়নুল আবেদীন, জুলেখা বেগম, শাহ্ আলম, আবুল কালাম আজাদ, আনিসুর রহমান, আবদুল হালিম অহিদী, ফারজানা সেহেলী, শারাবান তহুরা, নুর মোহাম্মদ, এজাহার মিয়া, আবুল হোসাইন, এস.এম নাঈম উদ্দিন প্রমুখ। পশ্চিম গোমদন্ডী বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় বই উৎসব অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব রেজাউল করিম বাবুলের সভাপতিত্বে ও সহকারি শিক্ষিকা নাসরিন সুলতানা র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ মোছলেম উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন- মোঃ নুরুল ইসলাম, মোহাম্মদ তাজুল ইসলাম, মোঃ মোজাহেরুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল মোহছেন, মোহাম্মদ সেলিম।এতে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ, সহকারি শিক্ষক জোহরা বেগম,মোহাম্মদ লোকমান হাকিম,সুলতানা তাহমিনা ইয়াছমিন,সৈয়দা রোকসানা আফরোজ, মাধবী বড়ুয়া, রাখি বড়ুয়া প্রমুখ। শিক্ষার্থীরা বিনামূল্যে বই পেয়ে উচ্ছাসিত হয়ে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের বিনামূল্যে বই দিয়ে শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হওয়ার সুযোগ করে দিয়েছেন।