বোয়ালখালী প্রতিনিধি:বোয়ালখালীতে সম্পত্তির বিরোধে ফুফাতো ভাইয়ের হাতে খুন হয়েছে মামাতো ভাই মোশারফ হোসেন (২৩)। শুক্রবার (১৬ জুলাই) দিবাগত রাতে হত্যাকারীসহ অন্যান্যরা লাশটি আরাকান সড়কের আফেল আহমদের টেকে ফেলে যায়। শনিবার (১৮ জুলাই) সকালে লাশটি উদ্ধার করে পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিক অভিযানে পুলিশ হত্যাকারী মামাতো ভাই মো. জমির উদ্দিন (২৪) কে আটক করেছে এবং সহযোগী অপর একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহত মোশারফ হোসেন চকরিয়ার বশির আলমের পুত্র। সে বোয়ালখালী উপজেলা সদরে কার্পেন্টারের কাজ করত।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানান,হত্যাকারী যুবকের আপন মামাতো ভাই নিহত মোশারফ। মায়ের সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল বলে জানা গেছে।
একারণে গত ১৬ জুলাই পরিকল্পিতভাবে মোশারফ হোসেনকে হত্যা করা হয়। হত্যার পর লাশটি বিভিন্নভাবে গায়েব করতে চেয়েও ব্যর্থ হন মো. জমির উদ্দিন ও তার সহযোগীরা। কিন্তু তা না পেরে শেষে লাশটি আফেল আহমদের টেকে ফেলে যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মূল হত্যাকারীসহ দুই জনকে আটক করা হয়েছে।
Discussion about this post