৭১ বাংলাদেশ প্রতিনিধিঃবোয়ালখালীতে ভ্রাম্যমান আদালত ৪টি দোকানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ একরামুল ছিদ্দিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রেববার দুপুর ২টার দিকে বোয়ালখালী উপজেলার জোটপুকুর পাড় এলাকায় হোটেল, রেঁস্তোরায় অপরিচ্ছন্ন পরিবেশ, ভেজাল ও বাসী খাবার, নিবন্ধন ও বিএসটিআই লাইসেন্স না থাকা, রাস্তা দখল করে দোকান বসানো, মানব দেহের জন্য ক্ষতিকর উপাদানে তৈরি বিএসটিআই এর লাইসেন্সবিহীন ও মেয়াদোর্ত্তীণ এনার্জি ড্রিংক্স বিক্রির অপরাধে ৪ হোটেল ও দোকান যথাক্রমে মোঃ সেলিম ১০ হাজার আনোয়ার হোসেন ২হাজার, মনির আলম ৫হাজার, আবু তৈয়ব ২০ হাজার টাকাসেহ মোট ৩৭০০০ ( সাঁইত্রিশ হাজার) টাকা জরিমানা আদায় করে। এছাড়া ক্ষতিকর ড্রিংক্সের বোতলগুলো জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। একরামুল ছিদ্দিক জানান-জনস্বার্থে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।