নিজস্ব সংবাদদাতাঃচট্টগ্রামের বোয়ালখালীতে রেলে ওঠতে গিয়ে পা পিছলে প্রাণ হারালেন মোহাম্মদ আলী জিন্নাহ (৬৮) নামের এক বৃদ্ধ। ১৮ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোমদন্ডী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী জিন্নাহ উপজেলার কধুরখীল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পেয়ারী বাপের বাড়ীর মরহুম আবদুল আজিজের ছেলে।জানাগেছে তার দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। নিহতের ছেলে বেলাল জানান, বিকেলে পটিয়া উপজেলা একটি মাজারে যাওয়া উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন তিনি। এরপর এ ঘটনার খবর পেয়ে স্টেশনে ছুটে এসেছেন। গোমদন্ডী রেলওয়ে স্টেশন মাষ্টার বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরী থেকে আসা যাত্রীবাহী রেলটি দোহাজারীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর স্টেশনের সামনের রেল লাইনের পাশে এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখা যায়। চট্টগ্রাম জিআরপি থানাকে খবর দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীর জানান, স্টেশনের রেলে জন্য অপেক্ষা করতে বৃদ্ধকে দেখা গিয়েছিলো। সন্ধ্যায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ায় রেল লাইন কাদা মাটিতে পিছিল ছিল। বৃদ্ধ লোকটি পাশের একটি চায়ের দোকানে চা খেয়ে তড়িঘড়ি করে রেলে বগিতে উঠতে গিয়ে পা পিছলে রেল লাইনে স্লিপারে পড়ে যান।