৭১ বাংলাদেশ প্রতিনিধিঃচট্টগ্রাম বোয়ালখালী জোটপুকুরে স্বাধীনতা ক্লাবের উদ্যোগে ১৫ দিনব্যাপী স্বাধীনতা মেলা। এতে স্বাধীনতা মেলার ৭ম দিবসে মিজানুর রহমান মাসুদ এর সভাপতিত্বে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটে স্বাধীনতা ক্লাবের সদস্যবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জনাব শওকত হোসেন ফারুকী খোকন, বিশেষ অতিথি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লেখক নাট্যকার হামিদুল হক সিকদার সহ ক্লাবের সদস্য ও মেলা পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ। এতে প্রধান অতিথি বলেন, স্বাধীনতা মেলা করার ফলে মুক্তিযুদ্ধের সময় তিরিশ লক্ষ শহিদদের স্মরণ করা। আর বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বাধীনতা পক্ষের সরকার এই বার্তা প্রতিটি মানুষের অন্তরে পৌঁছে দেওয়া এই মেলার মুখ্য উদ্দেশ্য।এমন একটা দিন পেলাম যে নেতার ( শেখ মুজিবুর রহমান) অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। সেই মহান মানুষের জন্মদিনে তার প্রতি গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করি।
Discussion about this post