চট্টগ্রাম বোয়ালখালীর পৌর মেয়র আবুল কালাম(আবু) মানবতার স্বার্থে এলাকার জনগণকে সাথে নিয়ে উক্ত পৌর এলাকায় উন্নয়নের কাজ করে যাচ্ছেন বলে জানান এলাকাবাসি ।
সূত্র জানায় গত ত্রিশ বছর ধরে পরিত্যাত্ব ও আবর্জনাতে ভরা থাকায় অবস্থায় পৌরসভার ২নং ওয়ার্ড পাঠান পাড়া চাঁন মিয়া মুন্সির বাড়ি থেকে রাহতুনি বাপের বাড়ি পর্যন্ত খাল টি পরিস্কার করার জন্য পৌর মেয়র স্বেচ্ছায় দায়িত্ব দেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী মানবিক টিমের সদস্য এবং ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো:নাজিম উদ্দীনকে।
এলাকাবাসি আরো জানান নাজিম উদ্দীন করোনাকালীন সময়ে শত ব্যস্ততার মাঝে ও নিজের প্রচেষ্টায় এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ পাঠান পাড়া শাখার সদস্যদের একটি টিম নিয়ে প্রায় এক কিলোমিটার খালের দুই পাশের আগাছা এবং খালের নিচে ময়লা যুক্ত আবর্জনা পরিস্কার করেন ।
উক্ত এলাকার বাসিন্দা কামাল বলেন বোয়ালখালী পৌর মেয়র আবুল কালাম আবুর দেওয়া দায়িত্ব পালন করেছেন নাজিম উদ্দীন।
খাল সংস্কার করার ছবি
Discussion about this post