৭১ বাংলাদেশ প্রতিবেদকঃচট্রগ্রাম বোয়ালখালী পূর্ব কধুরখীল ইমাম নগর ৬নং ওয়ার্ড কুদ্দুছ চেয়ারম্যান এর গ্রামের বাড়ির রাস্তাটির বেহাল দশা উক্ত এলাকাতে ৫০টি পরিবারের মতো বসবাস করেন কিন্ত এলাকাবাসি কে চলাচল করতে হয় লক্কর ঝক্কর রাস্তা দিয়ে।
স্থানীয় সাংবাদিক জানান লক্কর ঝক্কর রাস্তার কারনে আমার মৃত বাবার লাশের এম্বুলেন্সের গাড়িটি আমার গ্রামের বাড়িতে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে পারিনি।এলাকাবাসী জানান সিএনজি,রিকশা এবং এম্বুলেন্স নিয়ে যাতায়াতে করতে অনেক কষ্ট হচ্ছে তাদের।
অবশেষে লক্কর ঝক্কর রাস্তাটি পুনঃনির্মান করার জন্য এগিয়ে এসেছেন অত্র ইউনিয়ন পরিষদের শেফু চেয়ারম্যান ৬নং ওয়ার্ডের টিটু মেম্বার।
স্থানীয় সাংবাদিক দৈনিক ৭১ বাংলাদেশক কে বলেন হাজী আহম্মদ ছোবা সওদাগর এর বাড়ি পর্যন্ত রাস্তাটি যদি সংস্কার করা হয় তাহলে এলাকাবাসী অনেক উপকৃত হবেন এবং দুর্ভোগ থেকে রক্ষা পাবেন স্তানিয় বাসিন্দারা ।
রাস্তাটি মেরামত কাজ আরম্ভ করাতে চেয়ারম্যান ও মেম্বার এর প্রতি ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নুর আলম