এম,এ,নাঈম : চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের চৌধুরী পাড়ায় বিশিষ্ট ব্যবাসায়ী ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যক্তিগত অর্থায়নে সড়ক বাতি ১৭ অক্টোবর বিকালে অনুষ্ঠান উদ্বোধন করেন,বোয়ালখালী পৌর সভার মেয়র হাজি আবুল কালাম আবু উক্ত অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন, চট্রগ্রাম পল্লী বিদ্যূৎ সমিতি-১ বোয়ালখালী জোনাল অফিসের ডিজিএম রফিকুল আজাদ, বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইউনুস, পৌরসভার প্যানেল মেয়র জোবাইদা বেগম, পৌরসভা কাউন্সিলর ইসমাঈল হোসেন আবু, কাউন্সিলর মাহমুদুল হক, কানুনগো পাড়া স্যার আশুতোষ কলেজের সাবেক জি এএস দেলোয়ার হোসেন হাসান, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক, স, ম, রবিউল হোসেন, অর্থ সম্পাদক সৈয়দ মোঃ নজরুল, এস এম নাঈম উদ্দিন, চট্টগ্রাম পল্লী বিদ্যূৎ সমিতি-১ এর গ্রাহক সমিতির পরিচালক আশরাফ উদ্দিন কাজল, পৌরসভার হিসাব রক্ষক মুজিবুর রহমান, প্রকৌশলী কামরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মুছা চৌধুরী, অনুষ্টানে বক্তারা বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে সমাজ উন্নত হবে। বোয়ালখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডে চৌধুরী পাড়াতে সড়কবাতি উন্নয়ন কাজে ১২ লক্ষ টাকা ব্যায় হয়। সমাজসেবক সাইফুদ্দিন বলেন আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন আরও সমাজিক উন্নয়ন করতে পারি।