৭১ বাংলাদেশ প্রতিনিধিঃ বাঙ্গালী জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন মহান বিজয় দিবস। যে অস্ত্র দিয়ে বর্বর পাকবাহিনী দীর্ঘ নয় মাস ত্রিশ লাখ বাঙালিকে হত্যা করেছে, দু’লাখ মা-বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে সেই অস্ত্র পায়ের কাছে নামিয়ে রেখে এক রাশ হতাশা এবং অপমানের গ্লানি নিয়ে লড়াকু বাঙালির কাছে পরাজয় মেনে নেয় তারা।
সেই থেকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়ে আসছে। আর এই মহান বিজয় দিবস উপলক্ষে বোয়ালখালী প্রেসক্লাব পক্ষ থেকে মহান শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার উপজেলা চত্বর অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেসক্লাব সাবেক সভাপতি এম মনজুর আলম মাষ্টার, বোয়ালখালী প্রেসক্লাব সাবেক সভাপতি অধীর বড়ুয়া, সভাপতি সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এড. সেলিম চৌধুরী, সাধারন সম্পাদক স.ম রবিউল হোসাইন, অর্থ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক প্রভাষ চক্রবর্তী, সাংবাদিক এস. এম. নাঈম উদ্দীন, আবু নাঈম, জয়নুল আবেদীন, শাহাদাত হোসাইন জুনাঈদী প্রমুখ।