দ্বিতীয় দিনে মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে উন্নয়ন মেলার পরিদর্শন করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিনদিন ব্যাপী উন্নয়ন মেলায় দ্বিতীয় দিনে বোয়ালখালী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীরা উৎসাহের সাথে পরিদর্শন করছে। এতে শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন বোয়ালখালী মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ইউনুছ মিয়া এবং সহকারী উপ-পুলিশ পরিদর্শক মুহাম্মদ আলাউদ্দিন, পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দীন, মিরপাড়া হাজী হামিদুল হক প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা সুলতানা জারিয়া চৌধুরী। শুক্রবার (২য় দিন) সকাল ৮:৩০ মিনিটে যথাসময়ে কার্যক্রম শুরু হলে উন্নয়ন মেলা পরিদর্শনের তালিকা অনুযায়ী যেসব শিক্ষা প্রতিষ্ঠান উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছিল সেসব শিক্ষা প্রতিষ্ঠান উপস্থিত হতে থাকে। ২য় দিনে উন্নয়ন মেলায় বোয়ালখালীর যেসব শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে, পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা, ইকবাল পার্ক বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়, মুক্তকেশী বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর গোমদন্ডী উচ্চ বিদ্যালয়, পূর্ব গোমদন্ডী বুদরুছ মেহের উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, সারোয়াতলী ইব্রাহীম নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, মুহাম্মদীয়া দাখিল মাদ্রাসা, মিরপাড়া হাজী হামিদুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়। পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও মিরপাড়া হাজী হামিদুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা বলেন, দেশের যে উন্নয়ন গুলো হয়েছে। সেগুলো তথ্য প্রযুক্তি ব্যবহার করে উন্নয়ন মেলাতে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষার বিষয়। দেশের উন্নয়ন সম্পর্কে স্বচক্ষে দেখানোর জন্য (শুক্রবার) সরকারী ছুটির দিন হওয়া শর্তেও আমরা শিক্ষার্থীদের নিয়ে এসেছি। সহকারী উপ-পুলিশ পরিদর্শক আলাউদ্দিন নেতৃত্বে বোয়ালখানী থানার একটি টিম উন্নয়ন মেলা পরিদর্শনকারী শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করে। সহকারী উপ-পুলিশ পরিদর্শক আলাউদ্দিন জানান, সবার মাঝে পুলিশ নিয়ে যে ভয়ভীতি আছে। সেটা দূর করার জন্য আমরা ছাত্রছাত্রীদের মাঝে চকলেট বিতরণ করতেছি। যাতে ঐ ভুল ধারণা ভবিষ্যৎ প্রজন্ম থেকে দূর হয়ে যায়। এবং নির্যাতিতরা কীভাবে ৯৯৯ কল দিয়ে পুলিশের সহযোগীতা পাবে তার ব্যাপারে উদ্বুদ্ধ করতেছি। শিক্ষার্থীরা জানান, উন্নয়ন মেলা এসে আমাদের খুব আনন্দ হচ্ছে। উন্নয়ন মেলায় এসে স্বচক্ষে দেখলাম যে বর্তমান সরকার শিক্ষার জন্য বিরল ভুমিকা পালন করে যাচ্ছে।