জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে বর্তমান সরকার যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ব্যাংক লুটেরাদের বিচার না করলে তা অপূর্ণ থেকে যাবে। ব্যাংক লুটেরাদের কারণে ব্যাংকগুলোতে দেখা দিচ্ছে তারল্যশূন্যতা। জনসাধারণও ব্যাংকে টাকা রাখতে দ্বিধাবোধ করছে।
শনিবার দুপুরে রাজধানীর টিকাটুলিতে ঢাকা-৬ আসনের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় কোতোয়ালি, বংশাল, গেন্ডারিয়া, ওয়ারী এবং সুত্রাপুর থানা জাপার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী ২৪ মার্চ জাপার মহাসমাবেশ সফল করতে এই সভার আয়োজন করা হয়।
কাজী ফিরোজ বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ও অর্জন কয়েকজন লুটেরাদের কারণে বিলীন হতে পারে না। বঙ্গবন্ধু হত্যা ও রাজাকারদের বিচারের মত এই লুটেরাদের বিচার করলে বেঁচে যাবে ব্যাংকিং খাত। মানুষ ফিরে পাবে আস্থা।
তিনি আরো বলেন, আগামী রাজনীতি ও নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদ সবচেয়ে বড় ফ্যাক্টর। বিশেষ করে সদ্যসমাপ্ত কয়েকটি নির্বাচনে জনগণ তারই প্রমাণ দিয়েছে। আওয়ামী লীগ-বিএনপির পাশাপাশি জাতীয় পার্টিও নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। আগামী ২৪ মার্চের মহাসমাবেশকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এ সমাবেশে লাখো জনতার উপস্থিতিতে আমরা প্রমাণ করবো একক বা জোট যেভাবেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক জাতীয় পার্টি প্রস্তুত।
গেন্ডারিয়া থানা জাপার সভাপতি শরফুদ্দিন আহমেদ শিপুর সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরো বক্তব্য দেন, মহানগর জাপা নেতা হাজী ফারুক, জামাল রানা, আবুল কালাম আজাদ, সোবাহান মিয়া, মিজান রহমান, দেলোয়ার সেন্টু, খুরশেদ নোমানী, নাসির উদ্দিন, আফতাব গনি, কামাল হোসেন, আব্দুর রাজ্জাক, মোয়াজ্জেম হোসেন, ডা. সম্রাট প্রমুখ।
Discussion about this post