নিকুঞ্জ বিহারী গোস্বামীর প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবে উমেশ চন্দ্র নির্মলবালা ছাত্রাবাসের শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন ভারতীয় সহ হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল। ছাত্রাবাসে একটি সমৃদ্ধ লাইব্রেরী গড়ে তুলতেও আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
২৯ আগস্ট সোমবার ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের নির্ভিক সৈনিক, সমাজসেবী নিকুঞ্জ বিহারী গোস্বামীর ২৯তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে নগরীর চালিবন্দরস্থ উমেশ চন্দ্র নির্মলাবালা ছাত্রাবাস আয়োজিত আলোচনা সভা সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়।
প্রকৌশলী মনোজ বিকাশ দেব রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ, রোটারিয়ান নিরেশ চন্দ্র দাশ। ছাত্রাবাসের শিক্ষার্থী কঙ্কন আচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠিত স্মৃতিচারণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর।
স্মৃতি চারণ করেন অধ্যক্ষ প্রশান্ত কুমার সাহা, রবীন্দ্র অনুরাগী ব্যক্তিত্ব, সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত জি.জি.এম. প্রণব কুমার দেবনাথ, ডাঃ মৃগেন কুমার দাস চৌধুরী, অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য, গায়ত্রী রায়, জয় পাল। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মৌটুসী দাশ, পাপড়ি দাশ, শ্রাবন্তী রায় সূচী, সুপ্রিয়া চৌধুরী, প্রভাতী গোস্বামী প্রমুখ।
অনুষ্ঠানে নিহার সেন স্মৃতি বৃত্তি প্রদান করেন অতিথিবৃন্দ। সবশেষে অতিথিদেরকে প্রীতিভোজে আপ্যায়িত করা হয়।
অনুষ্ঠানে সিলেটের আমন্ত্রিত অতিথি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Discussion about this post