মোঃ হযরত বেল্লাল:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের লাশ দেখতে এসে সড়ক দুর্ঘটনায় ছোট ভাইয়ের স্ত্রী লাশ হয়ে বাড়ি ফিরল। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার গাইবান্ধা সদর উপজেলার ফকিরের বাজার নামকস্থানে। পারিবারিক সূত্রে ও স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের দুলাল গ্রামে আবু রায়হান চাকলাদার অসুস্থতার কারণে মৃত্যুবরণ করে। ছোট ভাই আশরাফুল ইসলাম লিটন চাকলাদার গাইবান্ধা থাকার সুবাধে বুধবার সকালে মোটর সাইকেল যোগে লিটনের ছেলে লিংকন মিয়া তার মা লুচি বেগমসহ লাশ দেখার জন্য গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে গ্রামের বাড়ি কঞ্চিবাড়ি আসছিল। এরই পর্যায় ফকিরের বাজার নামকস্থান বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেল মূখোমুখি সংঘর্ষ হয়। এতে লুচি বেগম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে। বড় ভাইয়ের লাশ দেখা হল না ছোট ভাইয়ের স্ত্রী লুচি বেগমের। অবশেষে লাশ হয়ে একই বাড়িতে ফিরতে হল তাকে। এনিয়ে এলাকায় চলছে শোকের মাতন। লিটন কঞ্চিবাড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা জর্জ কোর্টের আইনজীবি সহকারি। লুচি বেগমের মৃত্যুতে স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টি ও তাঁর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।
Discussion about this post