টাঙ্গাইলব্যুরোঃটাংগাইলের নাগরপুরে আ.লীগ থেকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম কিনলেন উপজেলা আ.লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর। বৃহস্পতিবার বাংলাদেশ আ.লীগের ধানমন্ডি কার্য্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ইসি সূত্রে জানা যায়, মার্চেই হবে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। নাগরপুর উপজেলা পরিষদে প্রার্থীদের তোড়জোড় শুরু হয়ে গেছে। বিশেষ করে সদ্য ক্ষমতাসীন দল আ’লীগে এই তোড়জোড় বেশি। বিএনপি সহ অন্যান্য দল গুলোর মধ্যে এই আলোচনা নেই বললেই চলে।
ইতোমধ্যে প্রার্থীরা তাদের সমর্থক দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দিচ্ছেন নিজেদের প্রার্থীতা। কেউ কেউ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কেউ কেউ দলীয় মনোভাব বুঝার চেষ্টা করছেন। নাগরপুর উপজেলায় এখন পর্যন্ত যারা আলোচনায় রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও জননেএী শেখ হাসিনার রাজ পথের লড়াকু সৈনিক, তরুন প্রজন্মের অহংকার বর্তমান উপজেলা আ’লীগের সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক, নাগরপুর সরকারী কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ন কবীর। এ উপজেলার তৃনমূল পর্যায়ে গনসংযোগের শীর্ষে রয়েছেন ভিপি হুমায়ূন। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় রয়েছে বিস্তর পদচারণা ও সুনাম। হুমায়ূন কবীর সাংবাদিকদের জানান, আল্লার রহমতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দল যদি আমাকে যোগ্য বিবেচনা করে তাহলে আমিই মনোনয়ন পাব এবং ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়ী হব।
Discussion about this post