নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলার হাপানিয়া সীমান্ত থেকে ৭ বাংলাদেশীকে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র বিরুদ্ধে।
আটককৃতরা হলো, পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের জামাল উদ্দিনের ছেলে সইবুর(২৬), রাংগাপুকুর গ্রামের রবুর ছেলে আতাবুল(২২), বিষ্ণপুর বেড়াচকি গ্রামের মকবুলের ছেলে রেজাউল(২০), কালাইবাড়ি গ্রামের প্রফুল্যের ছেলে বিফল(৩০), একই গ্রামের লোকমানের ছেলে আজাদ(৩২), রফিকের ছেলে জহুরুল(৩২) ও সবুরদ্দিনের ছেলে হাকিম(৩৬)। হাপানিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোকলেস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার ভোর রাতের দিকে বেশ কিছু বাংলাদেশী গরু ব্যবসায়ী হাপানিয়া সীমান্তের ২৩১-২৩২ নাম্বার পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশে করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএঅফ তাদের আটক করে। তবে ধরে নিয়েযাওয়া বাংলাদেশীর সংখ্যা ৫ থেকে ৭ জনের মত বলে জানান তিনি। নওগাঁ ১৬ বিজিবির সিও লে. কর্ণেল আরিফুল ইসলাম পিএসসি জানান, তিনিও ৭ জন আটকের কথা শুনেছেন। বিএএফর সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।