ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৬ মার্চ বাংলাদেশ সফরে আসছেন। তিনি ১৭ মার্চ ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর নিশ্চিত হয়েছে এবং তিনি ১৭ মার্চ ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
নরেন্দ্র মোদির এ সফরকে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে দিল্লির আগ্রহের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে বলে বুধবার এক প্রতিবেদনে খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।
পত্রিকাটি লিখেছে, এমন এক সময়ে মোদির এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে, যার কিছুদিন আগেই ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) পাস হয়। ওই আইনে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে গিয়ে বসবাস করা সব অমুসলিমকে দেশটির নাগরিকত্ব দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। এতে ভারতের বহু মুসলিম দেশহীন হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ আইনকে কেন্দ্র করে ঢাকা-নয়াদিল্লির সম্পর্কে অস্বস্তি তৈরি হয়।
পত্রিকাটি আরও লিখেছে, গত ১১ ডিসেম্বর ভারতের পার্লামেন্টে সিএএ পাস হওয়ার পর থেকে বাংলাদেশের তিন মন্ত্রী বিভিন্ন কারণে ভারত সফর বাতিল করেন। ২০ জানুয়ারি গালফ নিউজকে দেওয়া এক
সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সিএএর প্রয়োজন ছিল না। তবে একই সঙ্গে তিনি এটিকে ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলেও উল্লেখ করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতের বিতর্কিত জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব আইন সত্ত্বেও দু’দেশের সম্পর্ক এখনও বেশ মজবুত।