Sun 14:54
তপু রায়হান রাব্বী,জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার রান্দিয়া গ্রামে মা মোছাঃ আম্বিয়া বেগমকে (৭২) কাচিঁ দিয়ে জবাই করে হত্যা করেছে তারই একমাত্র ছেলে। গত শনিবার (২৪ মার্চ ) রাতে উপজেলার দিতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের লাশ পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। এ ঘটনায় ছেলে মোঃ এমদাদুল হক ওরফে এন্দু নামে এজজনকে আটক করেছে পুলিশ। ভালুকা মডেল থানার ওসি মোঃ মামুন অর রশিদ এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মা আম্বিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ্যতায় ভুগছিলেন ।জানাগেছে ছেলের স্ত্রীও তার ছেলেকে ছেড়ে চলে গেছে। এ নিয়ে এমদাদুল মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। পরে শনিবার রাতে নিজ ঘরে তার অসুস্থ্য মাকে কাচিঁ দিয়ে জবাই করে হত্যা করেছে। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। এ ঘটনায় ছেলে এমদাদুলকে আটক করা হয়। আজ রবিবার (২৫ মার্চ ) সকালে নিহতের মরদেহ ময়নতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। এঘটনা একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।