নির্বাচন
কবিতাঃ রফিকুল ইসলাম (খোকন)
এ জাতির মঙ্গল আসবে কেমনে
যে জাতি সর্বদা থাকে নেশার ঘোড়ে।
অর্থের বিনিময়ে বিক্রি করে ভোট
খারাব ভালো বোঝেনা-টাকার পিছে মারে ছোট
সে জাতির মঙ্গল হবে কেমনে।
ভাবি আমি সর্বদা কে শুধরাবে এ,ধারা
এক পেকেট বিড়ির লোভে দিয়ে দেয় ভোট।
ভালো মন্দ নেই যাচাই-নিজের প্রাণ বাঁচাই
পরিশেষে নেতার বদনাম করে-ভোট বিক্রিতাই।
টাকা দিয়ে ভোট কিনে,নেতা হয়ে সংসদে
ভাবেনা জনতার কথা,সর্বদা নিজের চিন্তা
রাস্তাঘাটের বেহালদশা,থাকনা পরে সেথা
আগে কামাও টাকা,আগামিকে কিনতে হবে ভোট।
না,জাগবে এবার জনতা,ভোট বিক্রি হবেনা
যোগ্য,সৎ প্রার্থীকে দেবে এবার ভোট।
দেশের উন্নয়নে আমার ভোট অবদান রাখবে
গনতন্ত্র কে অক্ষুন্ন রাখতে,আমার ভোট অবদান রাখবে।