বিশেষ প্রতিনিধিঃভূমি মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে সম্পদের হিসাব ফেব্রুয়ারির শেষ সপ্তাহের মধ্যে জমা দেয়ার মৌখিক নির্দেশ দিলেন মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় ভূমিমন্ত্রী তার মন্ত্রণালয়ে কোন ধরনের সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে এবং সাংবাদিক এজাজ মাহমুদ এতে সঞ্চালনা করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সিনিয়র সাংবাদিক আলী আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post