টাঙ্গাইল ব্যুরোঃ“নিরাপদ মানসম্মত পন্য” এই প্রতিপাদ্য সামনে রেখে টাঙ্গাইলের নাগরপরেবিশ ভোক্তা অধিকারদিবস-২০১৯ পালিতহয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৫ মার্চ)সকালে র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন গরপুরউপজেলাপ্রশাসন।
র্যালীটি সদর ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে শহরতলীর গুরুত্বপূর্ণসড়ক প্রদক্ষিন শেষে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনাসভায়মিলিতহন। উপজেলানির্বাহীঅফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুলইসলামেরসভাপতিত্বে বক্তব্য রাখেনসরকারিযদুনাথ পাইলটমডেল উচ্চ বিদ্যালয়েরভারপ্রাপ্তপ্রধানশিক্ষক মো.শফিকুলইসলামসবুজ,সদরইউনিয়নপরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রহমআলী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেককমান্ডারসুজায়েত হোসেন,নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়েপ্রধানশিক্ষকঅমলেন্দু সোমরাম, প্রাথমিকশিক্ষাঅফিসার মো.ফরহাদ হোসেন,বাজারবনিকসমিতিরআহবায়ক মো. হাবিবুররহমানলিটনপ্রমুখ। বক্তরা বলেন, সকলপন্যেরমুল্য তালিকানিজনিজ দোকানের সামনে টানিয়ে রাখতেহবে। মেয়াদ উত্তীর্ণ নিত্যপন্য খাদ্যদব্য দোকানে রাখা যাবেনা। এ সময়সদর বাজারের ব্যবসায়ী সহ বিভিন্নশ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Discussion about this post