জনতার কলামঃসত্যের জয় অনিবার্য।
হে মহান সৃষ্টিকর্তা,
অনেক শোকরানা।
ঘুম থেকে উঠেই দেখি মুঠোফোনে অগুনতি মানুষের শুভেচ্ছাবার্তা । টানা ধকলে শরীরও আর সইছে না। গলার অবস্থাও ভাল নয়। একদিকে আমাদের কন্যা রাইফা হত্যার বিচার দাবির আন্দোলন অন্যদিকে নির্বাচনী ব্যস্ততা – এই দুইয়ে মিলে আমাদের অনেকেরই মানসিক শারীরিক অবস্থা ভাল নয়। এর ফোঁকরে কেউ আমার চাকরি খাওয়ার পরিবেশ তৈরি আর কেউ ভোটের আগে মামলা করিয়ে গ্রেফতার করার ষড়যন্ত্রে মরিয়া ছিলেন। আর এসবের মধ্যেই বাংলাদেশের সাংবাদিকদের সর্বোচ্চ এবং সর্ববৃহৎ সংগঠন ‘বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে’র সহসভাপতি পদে আমাদের সন্মানিত সদস্যদের সমর্থন ও স্বজন শুভার্থীদের দোয়া আশীর্বাদে জয়ী হয়েছি।
নির্বাচনের আগে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার আমাকে যে রকম বিদ্ধ করেছে, তেমনি জাতীয় সংগঠনে এমন নিরঙ্কুশ বিজয় আমার গতি বাড়িয়ে দিয়ে দায়বদ্ধতা আরো তীব্রতর করেছে। নিছক ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না সন্মানিত সদস্যদের, কাজ করেই ঋণ স্বীকার করতে চাই।
ফেসবুক এবং ফেসবুকের বাইরের বন্ধু শুভার্থীদের নিত্য উৎসাহ প্রেরণাই আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে ।
আমি কৃতজ্ঞ। আপনাদের সবার ঋণ পরিশোধযোগ্য নয় ।
বি. দ্র: আমার গলার অবস্থা ভাল না। তাই ইচ্ছে থাকা সত্বেও অনেকের ফোন ধরতে পারছি না। ঘুম থেকে ওঠেই সহকর্মী সুমন বাবুর মায়ের মৃত্যুর খবর ! ছুটে গেলাম শ্মশানে। এর পর থেকে পত্রিকা আর টেলিভিশন হাউজগুলোতে ছুটে চলছি সহযোদ্ধাদের কৃতজ্ঞতা জানাতে । বুঝতেই পারছেন,
মুঠোফোনে প্রত্যেকের
শুভেচ্ছাবার্তার জবাব দেয়ার মত সময়ও হাতে নেই ।( ক্ষমা করবেন । ) ফেসবুক ওয়াল রিয়াজ হায়দার চৌধুরী
-রিয়াজ হায়দার চৌধুরী,
নব নির্বাচিত সহসভাপতি,
বিএফইউজে-
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন
(14/07/2018)
Discussion about this post