তপু রায়হান রাব্বী, জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের সদর উপজেলার চুরখাই পাঁচ রাস্তার মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৬ই এপ্রিল রোজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ট্রাকচাপায় মোঃ আবদুল মান্নান (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনার জেরে স্থানীয় উত্তেজিত জনতা দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ও স্থানীয়রা জানায়, চুরখাই বাজারের বাসিন্দা মোঃ আবদুল মান্নান ভ্যান চালিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দু’দিকে আটকেপড়া যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয় এবং অনেকে অফিস এবং স্কুল সহ ঐ সময়ে যেতে পারিনি যানজটের কারণে। অনেকে আবার হেটে গিয়েছিল বলে জানাগেছে । পুলিশ ও শ্রমিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে দুইঘন্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।