এস এম মনিরুজ্জামান, বাগেরহাটঃবাগেরহাটের মোড়েলগঞ্জে ভ্যানের নিচে চাপা পড়ে মো. ফাহাদ(৬) নামে এক শিশুছাত্র নিহত হয়েছে । ১৮৬ নং মানিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র ফাহাদ সোমবার বিকেল ৪টায় নিজ বাড়িতে মারা যায়।
বারইখালী গ্রামের দিনমজুর শহিদুল ইসলাম শিকদারের ছেলে ফাহাদ সকাল ৯টার দিকে বিদ্যালয়ে যাচ্ছিল। ওই সময় একটি কুকুর তাকে ধাওয়া করলে সে রাস্তার দিকে দৌড় দিয়ে একটি ইঞ্জিন চালিত ভ্যানের চাকার নীচে পড়ে। এর পরে সে বিদ্যালয়ে গিয়ে অসুস্থ্য হয়ে পড়লে তাকে বাড়িতে পাঠিয়ে দেন শিক্ষকরা। বিকেলে কারো কাছে কিছু বলার আগেই নিস্তেজ হয়ে পড়ে।
বিকেলে ৪টার দিকে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাসেম বলেন, ফাহাদকে অসুস্থ দেখে আমরা বাড়িতে পাঠাই। কিন্তু কি কারনে সে অসুস্ত্য হয়েছিল তা আমরা ওই সময় জানতে পারিনি। তার মৃত্যুর সংবাদের পরে জানতে পারি সে ভ্যানের নীচে পড়েছিল।