ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দিন পবিত্র হজ্ব পালন উপলক্ষে জাগরণের দোয়া ও মিলাদ পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে আগামী ২ই আগস্ট রোজ শুক্রবার মক্কা নগরী যাচ্ছেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক,চট্টগ্রাম মহানগর যুবলীগের নেতা ও জাগরণ(একটি মেধাবী তারুণ্যের সম্মিলন) সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দিন।এই উপলক্ষে বুধবার “জাগরণ”(একটি মেধাবী তারুণ্যের সম্মিলন)চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নগরের ১৫ নং বাগমনিরাম ওয়ার্ডের কাজির দেউড়ী এলাকার মসজিদে এই আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জাগরণ এর উপদেষ্টা মোঃ হারুন, কাজির দেউড়ী বাজারের সভাপতি ও জাগরণ এর উপদেষ্টা আব্দুর রাজ্জাক, জাগরণ সংগঠনের সভাপতি মোঃ মহিন উদ্দিন তুষার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর হাসিব ইফরাজ,সাংগঠনিক সম্পাদক এখলাসুর রহমান, জাগরণের সিনিয়র সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাহেদ হোসেন হীর, হাসেম,সোহেল,রাজেশ। যুবলীগ নেতা ফয়সাল,রাজিব সহ ছাত্রলীগ ও জাগরণের সকল সদস্য উপস্থিত ছিলেন।