মধু শহিদ যুব সমাজের উদ্যোগে মধু শহিদ ইনডোর সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। ১৭নভেম্বর রাত ৭টায় দক্ষিণ সুরমার হেভেন ইনডোর মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
হিউম্যান ইন্টারন্যাশনার ক্রাইম ওয়াচ ফাউন্ডেশনের বিভাগীয় সভাপতি রোটারিয়ান মির্জা মো. সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক সাবেক কাউন্সিলর হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শরীর সুস্থ রাখে। যুব সমাজকে অন্ধকার থেকে দূরে রাখতে সবসময় খেলাধুলার আয়োজন করতে হবে।
তিনি এধরনের একটি টুর্নামেন্টের আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। ইফতেখার হোসেন মনি এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধু শহিদ এলাকার মুরব্বী মো. আলা উদ্দিন বাদশা, ভাতালিয়া এলাকার মুরব্বী হাজী আব্দুল করিম, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাহমান পিংকু, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বদরু, লিয়াকত হোসেন, মাহবুবুর রহমান মাহবুব, মো. জাকারিয়া আহমদ, শাহরিয়ার জালালী কাইজার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. রাজা চৌধুরী, মো. ববি চৌধুরী, মো. বিপ্লব বক্স, মো. মোস্তাক চৌধুরী, মো. জাবেদ চৌধুরী। উক্ত টুর্নামেন্টে মধু শহিদ এলাকার ১০টি দলা নিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।