সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের মননোয়ন প্রত্যাশী,
হাজী আব্দুল মছব্বির সিটি ও স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাজ্য আওয়ামী লীগের ম্যানচেষ্টার শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা শিক্ষাবিদ, সমাজসেবক স্যার এনাম উল ইসলাম (বিএসি.এমবিএ. ইউকে) বলেছেন, শুধু নামাজ আদায় নয়, মসজিদ হবে গবেষণা ও জ্ঞানচর্চা কেন্দ্র।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জেলা ও উপজেলায় পর্যায়ে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করছেন।
তিনি বলেন, মডেল মসজিদগুলো শুধু নামাজ পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এখানে ইসলামী সংস্কৃতি চর্চার পাশাপাশি জ্ঞান অর্জন ও গবেষণার সুযোগ থাকবে, প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। মানুষ যখন ইসলামের সঠিক জ্ঞান পাবে তখন কেউ আর মাদক, সন্ত্রাস-জঙ্গীবাদের সঙ্গে জড়িত হবে না।
যৌতুক-নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে, মানুষ অন্যায় থেকে দূরে থাকবে। এক্ষেত্রে মডেল মসজিদগুলোর সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জননেত্রী শেখ হাসিনার সেই মিশন বাস্তবায়নে ইসলামিক রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করেছি। সেই প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রত্যেকটি মসজিদকে মডেল মসজিদে রূপান্তর করা হবে।
তিনি শুক্রবার ফেঞ্চুগঞ্জ উপজেলার ২নং মাইজগাঁও ইউনিয়নের দক্ষিণ ফুলবাড়ি জামে মসজিদের জুম্মার নামাজ শেষে মুসল্লীদের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথাগুলো বলেন।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিকের সভাপতিত্বে ও সদস্য আব্দুল হামিদের পরিচালনায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ শামীম ইকবাল, তাজ উদ্দিন খান আলম, রুহুল আলম চৌধুরী উজ্জ্বলসহ স্থানীয় মুরব্বী ও পঞ্চায়েত কমিটির সদস্যসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।
এই সময় মসজিদ পরিচালনা কমিটির প্রস্তাবের প্রেক্ষিতে মসজিদের অজুখানা, প্রশ্রাবখানা, সীমানা প্রাচীর, নামাজ স্থান বৃদ্ধিসহ যাবতীয় সংস্কার কাজের দায়িত্ব গ্রহণ করেন স্যার এনাম উল ইসলাম। এবং শনিবার (২৪ এপ্রিল) থেকে কাজ শুরু করার জন্য স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের ইসলামিক রিসার্চ সেন্টারের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।