৭১ বাংলাদেশ ডেস্কঃচট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও বের হওয়ার পথে আবারও কড়াকড়ি আরোপ করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর সরকার বন্ধ ঘোষণা করার পর এক দফা কড়াকড়ি আরোপ করা হয়েছিল।
এরপর সরকার সীমিত পরিসরে দোকানপাট ও গার্মেন্ট খোলার সিদ্ধান্ত দেওয়ার পর কিছুটা শীতল হয়েছিল প্রবেশ-বাহির। এখন নতুনভাবে ঈদকে সামনে রেখে পুনরায় কড়াকড়ি আরোপ করা হলো।
এই বিষয়ে মহানগর পুলিশের জনসংযাগ শাখার অতিরিক্ত উপকমিশনার আবু বকর সিদ্দিক বলেন,করোনাভাইরাসের বিস্তাররোধ ও নগরবাসীর বৃহত্তর স্বার্থে ১৭ মে রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ-বাহির পথে মহানগর পুলিশ নিয়ন্ত্রণ আরোপ করেছে। এই সময় কোনো ব্যক্তি বা পরিবহন একান্ত জরুরি প্রয়োজন ব্যতীত যাতে চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ করতে না পারে বা বের হতে না পারে সে লক্ষ্যে প্রবেশমুখে চেকপোস্ট জোরদার করা হয়েছে।
তবে জরুরি সেবা ও রপ্তাানিপণ্য সবররাহকাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের বাইরে থাকবে। এই নির্দেশনা অমান্য করে কেউ নগরী থেকে বের হওয়ার চেষ্টা করলে কিংবা প্রবেশের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, ।