চট্টগ্রামের মহানগরীর বন্দর থানার কলসিদীঘি এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আল মামুন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ময়েনুল ইসলাম বলেন, কলসিদীঘি এলাকায় একটি ভবনে বাবা-মায়ের সঙ্গে থাকতো ৫ বছরের ওই শিশু। গত ১৫ মার্চ বিকেলে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ডেকে নেয় বাড়িটির কেয়ারটেকার আল মামুন।
ভবনের একটি কক্ষে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি ভয়ে কান্নাকাটি শুরু করে। এসময় আশপাশের লোকজন মেয়েটিকে উদ্ধার করে। শনিবার বন্দর থানায় অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আল মামুন এলাকায় নিজেকে পুলিশের সোর্স হিসেবে পরিচয় দেয়। ফলে বৃহস্পতিবার ঘটনা ঘটলেও তা ধামাচাপা দেওয়া চেষ্টা করে। কিন্তু স্থানীয়দের চাপের কারণে তা সম্ভব হয়নি। ফলে শনিবার মেয়েটির পরিবার থানায় মামলা দায়ের করে।
Discussion about this post