তপু রায়হান রাব্বী, জেলা প্রতিনিধিঃহালুয়াঘাট সড়ক দূর্ঘটনা তাক্ওয়া এন্টারপ্রাইজের মালিকের বোনসহ আহত ,ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গত ১৫ ই মার্চ রোজ বৃহস্পতিবার হালুয়াঘাট মহা সড়কে ভয়াবহ টেম্পুর সাথে সিএনজির ধাক্কায় আহত হয় বলে জানাগেছে , সড়ক দূর্ঘটনা সিএনজিতে ছিলেন তাক্ওয়া এন্টারপ্রাইজের মালিকের বোন, দুই ছেলে ও স্বামীসহ আরও দুজন আহত হয়। অপরদি টেম্পুতে ছিলেন আরও দুজন। পরে হালুয়াঘাট উপজেলা হাসপাতালে ৩ জনকে ময়মনসিংহ মেডিকেলে হাসপাতালে পাঠিয়ে দেয় হালুয়াঘাটের ডা. কিন্তু কিছু সময়ের মধ্যে তাদের কে ময়মনসিংহে পাঠিয়েদেয়। এর মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লরছিলেন ডাইবার ও তাক্ওয়া এন্টারপ্রাইজের মালিকের বোন মোছাঃ রেহেনা বেগম। জানাগেছে দুজনের মধ্যে কাউকে কোন সেলাইন দেননি হালুয়াঘাটের ডাক্তাররা। আর সেলাই না দেওয়াতে গুরুত্ব আহত রোগীরা আরো দূরবল হয়ে পডে। পরে ময়মনসিংহ থেকে ঢাকা পাঠানো হয় আহতদের । আর অন্যদিকে তাক্ওয়া এন্টারপ্রাইজ মালিকের বোন গুরুত্ব আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি। সবার কাছে দোয়া চাইলেন তাক্ওয়া এন্টারপ্রাইজের মালিক , তার বোনসহ সকল আহত দের জন্য।
Discussion about this post