কুতুব উদ্দিন:চট্টগ্রাম: বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির একটি প্রতিনিধি দল চট্টগ্রামের ১৬ আসনে ২২ ডিসেম্বর সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী প্রচারণা শুরু করেন। নির্বাচনী প্রচারণার শুরুতে চট্টগ্রামের অবিসংবাদিত নেতা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিন তিনবারের নির্বাচিত সাবেক সফল মেয়র চট্টলবীর মরহুম আলহাজ্ব এবিএম মহিউদ্দির চৌধুরীর কবর জিয়ারতের মধ্য দিয়ে এ নির্বাচনী প্রচারণা শুরু করেন প্রতিনিধি দলের নেতৃবৃন্দ। কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য আলহাজ্ব খোরশেদ উল্লাহ রজায়ী, মাওলানা রবিউল আলম সিদ্দিকী, চট্টগ্রাম মহানগর আওয়ামী ওলামালীগের সভাপতি মাওলানা মুহাম্মদ ইদ্রিস, সহ সভাপতি হাফেজ নূর মুহাম্মদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা নেজাম উদ্দিন সুলতানী, কর্ণফুলী উপজেলা আওয়ামী ওলামালীগের সভাপতি ডা: মাওলানা ইউনুছ ওয়াহেদী প্রমুখ। এসময় প্রয়াত চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা রবিউল আলম সিদ্দিকী। কবর জিয়ারত শেষে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির প্রতিনিধি দলের নেতৃবৃন্দ চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং কুশল বিনিময় করেন। পরবর্তীতে নেতৃবৃন্দ দুপুর ১২ টা থেকে চট্টগ্রাম-৯ আসনের চকবাজার, কাতালগঞ্জ ও বাকলিয়ায় নৌকা প্রতীকের সমর্থনে ব্যাপক গণসংযোগ করেন।