ফুয়াদ মোহাম্মদ সবুজঃবর্তমান সরকারের আমলে কক্সবাজার-২ আসনে চলছে বেশ কয়েকটি মেগাপ্রকল্প। এসব প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় কয়েক কোটি কোটি টাকা। এরমাঝে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল, গভীর সমুদ্রবন্দর, এক্সক্লুসিভ ট্যুরিস্টজোন ও অর্থনৈতিক অঞ্চলসহ চলমান বেশ কয়েকটি মেগাপ্রকল্পে দেশের সিঙ্গাপুরে পরিণত হচ্ছে দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়া। ফলে ভবিষ্যৎ অর্থনীতির কেন্দ্রবিন্দু হতে যাওয়া মহেশখালী-কুতুবদিয়া নিয়ে কক্সবাজার-২ আসনটি সব দল কিংবা জোটের কাছে অতি গুরুত্বপূর্ণ। এ আসনের সংসদ সদস্যও কেন্দ্রে সেভাবেই গুরুত্ব পাবেন এমনটি বুঝতে পেরেই জোটের সবদলই নিজ প্রার্থীর পক্ষে মনোনয়ন চাচ্ছে। কয়েক যুগ থেকে গনভোটে নৌকার বিজয় ছিল না এ আসনে। গনভোটে নির্বাচিত হয়েছিলেন অধ্যাপক সরওয়ার কামালের পিতা মরহুম ইসহাক মিয়া তবে দশম জাতীয় নির্বাচনে এমপি হন আওয়ামী লীগের আশেক উল্লাহ রফিক। তাই এবারও যেকোনো মূল্যে আসন ধরে রাখতে চায় আওয়ামী লীগ।
এদিকে মনোনয়ন প্রত্যাশা করছেন মরহুম ইসহাক মিয়ার সুযোগ্য সন্তান বাংলাদেশ কৃষকলীগ মহেশখালী উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সরওয়ার কামাল, মনোনয়ন পাওয়ার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক সরওয়ার কামাল বলেন,
মহেশখালী স্বপ্নের সিঙ্গাপুর হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়লা বিদ্যুৎসহ বড় বড় প্রকল্পের কাজ করছেন। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য যোগ্য নেতৃত্ব দরকার। এসব বিবেচনায় আমি দলের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।’
এলাকার সাধারন ভোটারেরা জানান, যেই সব প্রার্থীরা এলাকার উন্নয়ন ও জনগনের সেবা করবে আমরা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করব আর যারা জনগনের সাথে প্রতারনা করে তাদেরকে প্রতিরোধ করব, তবে এলাকার উন্নয়নের দৃশ্য দৃশ্যমান করতে পূর্বের গনভোটে নির্বাচিত এমপি মরহুম ইসহাক মিয়ার উত্তরসূরি ও সুশিল সমাজ এবং শিক্ষিত হিসেবে আমরা অধ্যাপক সরওয়ার কামালকেই এমপি হিসেবে চাই, সাধারন ভোটাররা আরো জানান অধ্যাপক সরওয়ার কামালের পিতার মহেশখালীতে অনেক অবদান রয়েছে তার মধ্য উল্লেখ্যযোত্য হল, হোয়ানক কলেজ, হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয়, বানিয়াকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মহেশখালীর বেড়িবাঁধ এবং তৎকালীন সময়ের রাস্তা সংস্করন সহ আরো অনেক কিছু, এসব কিছু বিবেচনা করলে অধ্যাপক সরওয়ার কামালের বিকল্প নেই,
নিজের জরিপ অনুযায়ী বর্তমানে মহেশখালী কুতুবদিয়া ২ আসনে ভোটার সংখ্যা প্রায় মহেশখালীতেঃ পুরুষ-১লক্ষ, ৯হাজার, ৯শত ৪৯ জন ও মহিলা-১লক্ষ, ১হাজার, ৬শত ৭৭জন এছাড়া ও সম্প্রতি হালনাগাতে আরো কিছু পুরুষ-মহিলা ভোটার বাড়তে পারে।
কুতুবদিয়াতেঃ ভোটার সংখ্যা পুরুষ ৪৪ হাজার ২৩ ও মহিলা ৪০ হাজার ৪শত ২২ ভোট রয়েছে।