বিশেষ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী নিহতের খবর পাওয়া গেছে।
এলাকাবাসী ও বিজিবি সুত্রে জানাগেছে, ৩ নভেম্বর ভোর রাতে মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে নেপা ইউপির বাউলী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা কাসেম আলীর পুত্র পুলিশ কনস্টোবল এর পিতা আব্দুর রহিমকে নদীয়া জেলার ধানতলী থানার হাবাশপুর ক্যাম্পের ৮ বিএসএফ ধরে নিয়ে যায়।
পরে তার মৃত্যুর খবর জানা যায়। ৫৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল কামরুল আহসান জানান,বিএসএফ এর সাথে কথা বললে তারা আব্দুর রহিমের ছবি পাঠায়। ছবিটি তার পরিবারকে দেখিয়ে তাকে সনাক্ত করা সম্ভব হয়। ৬০ নং মেইন পিলারের ভারতের ৪০০ গজ অভ্যান্তরে তার লাশ রয়েছে।জানা গেছে লাশটি নিয়ে আসার ব্যাপারে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
Discussion about this post