৭১ বাংলাদেশ প্রতিনিধিঃমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, দায়মোল্লা তালুকদার বাডী শাখার উদ্যোগে, পবিত্র মাহে রমজান উপলক্ষে ১শত গরিব ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় গতকাল মঙ্গলবার । বিতরণ কালে উপস্থিত ছিলেন দায়মোল্লা তালুকদার বাডী শাখার সম্মানিত প্রতিষ্টাতা ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি, আল আইন শাখার, সভাপতি, মোঃ রফিকুল আলম , অর্থ সম্পাদক মোঃসাইদুর রহমান মোঃ শফিউল আযম, মুনছুর, বাবলু,আরাফাত, রাশেদ, আকরাম, সালাউদ্দিন ,মহসিন, সাকিব, সাদেক, মোঃ সালাউদ্দিন, মোঃ শওকত, জনিসহ সংগঠনের আরো অনেকে ।
Discussion about this post