শায়খুল হাদিস হজরত মাওলানা মুখলিছুর রহমান কিয়ামপুরী বলেছেন, মাওলানা আব্দুল মতিন ধনপুরী আজীবন ইসলামের খেদমত করে গেছেন।
তিনি ছিলেন একজন আলেমেদ্বীন। তার অজস্র শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তাদের মাঝেই তিনি আজীবন বেচে থাকবেন।
তিনি সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেটের বর্ষীয়ান আলেমেদ্বীন, ইসলামি রাজনীতির আদর্শ ব্যক্তিত্ব, নগরীর জিন্দাবাজার বায়তুল আমান জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব শায়খুল হাদিস হজরত মাওলানা আব্দুল মতিন ধনপুরী রাহ.-এর স্মরণে শায়খ মাওলানা আব্দুল মতিন ধনপুরী রাহ. ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও দু’আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আব্দুল মতিন আমাদের সকলের মাঝে যুগ যুগ ধরে একজন ইসলামের খাদেম হিসেবে বেঁচে থাকবেন। আমাদের উচিত তাঁর অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নেয়া।
শায়খ মাওলানা আব্দুল মতিন নবিগঞ্জীর সভাপতিত্বে আলোচনা সভা ও দু’আ মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শায়খুল হাদিস হযরত মাওলানা হাফিজ মনসুরুল হাসান রায়পুরী, হযরত মাওলানা শায়খ রেজাউল করিম জালালী।
মাহফিল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব সৈয়দ মুহাম্মদ কাওছার আলী ও সহকারি সদস্য সচিব মাওলানা মো. মনযুর আহমদের যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা ফজলুল করিম মিনহাজ, হাফিজ আব্দুল্লাহ ফাহমিদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাওলানা মুহিবুর রহমান মিটিপুরী, মাওলানা কুতুব উদ্দিন চৌধুরী সিরাজী, মাওলানা মুতাসিমবিল্লা জালালী, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, সৈয়দ আহমদ আলী, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা কাজী রশীদ আহমেদ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা জহুরুল হক, মাওলানা মুফতী ফয়জুল হক জালালাবাদী প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন শায়খ মাওলানা আব্দুল মতিন নবিগঞ্জী।
Discussion about this post