বিশেষ প্রতিবেদকঃপেকুয়ায় নিখোঁজের ৩ দিন পর নদী থেকে ভাসমান অবস্থায় আজিম উদ্দিন-(২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত আজিম উদ্দিন উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি নতুনপাড়া গ্রামের মুহাম্মদ শাকের উল্লাহর ছেলে।নিহতের স্ত্রী নাছিমা আক্তার বলেন, আজিম উদ্দিন গত রবিবার থেকে নিখোঁজ ছিল। রাতে মাছ শিকার করতে গিয়ে আর ফিরে আসেনি।
মঙ্গলবার সকালে টইটং প্রবাহমান খালের নাপিতখালী-মৌলভী বাজার পয়েন্টে স্থানীয়রা তার ভাসমান লাশ দেখতে পায়। খবর পেয়ে আমরা তার লাশ শনাক্ত করি। পুলিশকে অবগত করা হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পেকুয়া থানার ওসি কামরুল আজম জানায়, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সাথে জাল, রশি ও মাছ ছিল। কোন ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।