টাঙ্গাইল ব্যুরোঃটাঙ্গাইলের নাগরপুরে ১৪৫ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ মুরাদ হোসেন (৪৮) কে আটক করেছে র্যাব-১২ এর একটি দল। মঙ্গলবার ১১ জুন,দুপুরে উপজেলার গয়হাটা ইউনিয়নের বঙ্গবকুটিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। মুরাদ হোসেন উপজেলার বঙ্গবকুটিয়া গ্রামের মোঃ খোরশেদ আলমের মেয়ের জামাই।
র্যাব সূত্রে জানা যায়, টাঙ্গাইল কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) র্যাব-১২ এর সহকারি পুলিশ সুপার মোঃ শফিকুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বঙ্গবকুটিয়ার গ্রামের মোঃ খোরশেদ আলমের মেয়ের জামাই মোঃ মুরাদ হোসেন (৪৮) কে গ্রেফতার করে।
র্যাব জানায় আমাদের কাছে তথ্য ছিল মুরাদ এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। উপজেলার বঙ্গবকুটিয়ার গ্রামের মোঃ খোরশেদ আলমের জামাতা মুরাদকে চ্যালেঞ্জ করে তার ঘর তল্লাশী করলে কাগজে মুড়ানো একটি পুটলায় ১৪৫ পিছ ইয়াবা পাওয়া যায়।
Discussion about this post