৭১ বাংলাদেশ প্রতিবেদকঃচট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় গৃহবধূ খুনের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৮ এপ্রিল) ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- জয় (২২), ইকরাম (১৮) ও জাহানারা বেগম (৩৫)।
ঘটনার সত্যতা স্বীকার করে জয় ও ইকরাম ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, খুনের ঘটনার ৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭ এপ্রিল) রাতে নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গৃহবধূ বালি বেগম (২৫) খুন হন। বালি বেগম একই এলাকার নূর নবীর স্ত্রী। এ ঘটনায় আহত হন বালি বেগমের মা বেবি আকতার (৫০) ও ভাই সুমন (২৮)।
এ ঘটনায় বালি বেগমের খালা বাদি হয়ে নগরীর সদরঘাট থানায় মামলা দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয়েছে জয়কে। মামলার পর রাতেই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ।