“মানতে হবে স্বাস্থবিধির উপদেশ, তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা সচেতনতার লক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে সারা দেশের ন্যায় সিলেট সদর উপজেলায় শুরু হয়েছে প্রচার অভিযান।
শনিবার (১৯ জুন) সকাল দশটায় সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামন থেকে এ প্রচার অভিযান শুরু হয়। আর শেষ হয় বিকেল সাড়ে ৫ টায়। প্রচার অভিযানে থাকা ‘রোড শো’ এর গাড়ি সদর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রচার অভিযানের উদ্বোধন করেন সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ সিরাজুম মুনির। এ সময় উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম হৃদয় ও মো. হামিমসহ প্রমূখ। প্রচার অভিযানে জনসাধারণকে সচেতন করার লক্ষে লোকগান ও লিফলেট বিতরণ করা হয়। আর বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে জনসাধারণকে মাস্ক ও স্যানিটাইজার বিষয়ে সচেতনতা মুলক ভিডিও প্রদর্শন করা হয়।
৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচীর আওতায় দেশব্যাপী প্রদর্শনীর অংশ হিসেবে এ সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে বলে জানান প্রচারাভিযানে থাকা সংশ্লিষ্টরা।