আবু সৈয়দ জানান প্রধান শিক্ষক জামাল হোসেন হচেছন জামাতে নেতা আর এই স্কুলের কিছু কমিটির লোক ও জামাতের এই কারনে আওয়ামীলীগ কর্মির সন্তানদের,কচিনের টাকা না দিলে পরিক্ষা দিতে দেবে না বলেছেন স্কুলের প্রধান শিক্ষক তাই এর কোন প্রতিকার পাই নাই যাদের ছেলে মেয়ে এই স্কুলে পড়ে তাদেরকে বলছি আসুন সবাই মিলে এর একটা বিহিব করি আপনাদের সহজোগিতা পেলে এদের মত প্রধান শিক্ষক কে বিচারে আওতায় আনা যাবে,আজ ও সেই বাংলাদেশ রেলওয়েস্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় স্কুলে আমি আবু সৈয়দ গিয়েছি প্রধান শিক্ষকের কাছ থেকে জানতে চেয়েছি যে, কচিন না করে টাকা নেওয়ার কথা কি জেলা প্রশাসক মহাদয় যানে ? তিনি বললেন কচিন ক্ল্যসে না পরলেও কচিনের টাকা দিতে হবে আমি বললাম কচিনের টাকা দিবো কিন্তু রশিদ দিতে হবে তিনি চুপচাপ রয়ে গেলেন আপনারা বলেন এই স্কুলে আমাদের ছেলে মেয়ে কে কি ভাবে পড়াবো? প্রধান শিক্ষক জামাল হোসেন বললেন যে কচিনের টাকা না দিলে স্কুল থেকে বের করে দিবে আমাকে আপনারা সহজোগিতা কর্রুন স্কুলে কি কচিন ব্যাবসা বন্ধ হবে না ?স্কুলের প্রধান শিক্ষক বলেন কচিন ক্ল্যসে না পরলেও স্কুলে কচিনের বেতন দিতেই হবে এইটা কোন বিচার ? ৪/১০/২০১৮