কবিতা=পরিবার সংঘাতঃরক্তের পথিক যখন দেয়পথ বাঁধা, হৃদয় বিশ্বাস থাকে কভু সাদা হানাহানির সংঘাত লেগেই কলহ, আজ পৃথিবী নোংরা মনস্ত লৌহ। ভাইয়ে ভাইয়ে নাহি মিলমিশ রেস, পিতা মাতা ভুগে দিদায় বেশ। আছে কি পৃথিবীর আলোক শান্তি, দিন দিন শোনায় ভুলে ওরে ভ্রান্তি। স্বার্থপরতা খেয়ে দেহ মাথা, মানুষ আজই নিচু জাতি তথা। ভালোবাসা বাসি মিছে খেলা, চলিতেছে হেসে সারাই বেলা। আজ বিবেকে চলে ফাঁকি ফান্দি, মিথ্যা বেড়া জালে মানুষ বন্দি। জুলুম বাজের মিলে ধর্মীয় সাধু, নিরিহ চোখ কাদিতেছে শুধু । মানুষ আছে কিসে মানুষ যত, আচরণ কেনো নরোপশুর মত। আজ হয় কেনো ভাগ্য নিয়ে খেলা, ফুরিয়ে যায় সরল মনের মেলা। মুসাফির এই পৃথিবীর কে চির্, কেনো এমন লোভে হয় সব জড়। কে যে মালিক কেযে মহা রাজা, আজই সম্রাট কালকে বলে প্রজা। রক্তের বিবাদ থাকে জবাব হীনা, রক্তে রক্তের কেমনে হবে ঘৃণা । আজই জগত নেমেছে নিচ ভাঁটায়, নিতে হবে দৃঢ় রুক্ষর প্রত্যয়। আজই ছিরে ফেলো দুষিত রক্ত, আজই উন্মাদ হবে সত্যের মক্ত।কবি-মোহাম্মদ মুসা