অন্তর আহম্মেদ নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় জোড়া লাগানো জমজ শিশু কন্যার জন্ম দিয়েছেন প্রসূতি ফরিদা খাতুন। বহস্পতিবার সকাল ১০টায় মান্দায় ফয়সাল ক্লিনিক এন্ড ডায়াগনিষ্টিক সেন্টার এ অস্ত্রপাচার (সিজারিয়ান) মাধ্যমে জমজ শিশু কন্যার জন্ম হয়। এ খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে এক নজর দেখার জন্য ক্লিনি্কে হাজার মানুষ ছুটে আসে। প্রসূতি ফরিদা খাতুন উপজেলার চককানদব গ্রামের সবুজ সরদারর স্ত্রী। প্রসূতির স্বামী সবুজ সরদার বলেন, বাচ্চা জন্মের আগে আল্ট্রাসনগ্রাপি করে দেখা যায় স্ত্রীর পে্টে দুটি বাচ্চা আছে। তবে আল্ট্রাসনগ্রাপি কালার না হওয়ায় বুঝা যাচ্ছিলনা বাচ্চা দুটা কিভাবে আছে? সিজারের তারিখ ছিল, অপারেশনের পর দেখা যায় বাচ্চা দুটা জমজ।মান্দায় ফয়সাল ক্লিনিক এন্ড ডায়াগনিষ্টিক সেন্টার ডা: আব্দুস সুবহানের তত্ত¡বাবধান অস্ত্রাপাচারর মাধ্যম শিশু দুটির জন্ম হয়। তিনি বলন, সকালে ক্লিনিক এ প্রসূতি্কে ভর্তি করানো হয়। সিজারের আগে পরীক্ষা করে দেখা যায় প্রসূতির পেটে দুটি বাচ্চা আছে। সিজা্রের পরে দেখা যায় জমজ বাচ্চা দুটি জাড়া লাগানো। তব শিশু ও প্রসূতি সুস্ত্য আছে। আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য শিশু দুইটিক রাজশাহী মডিকল কলজ হাসপাতাল পাঠানা হয়েছে।