মাহে মহরম তুমি খোদার দেয়া কুদরত
লেখক: মুহাম্মদ আবু নাঈম
মাহে মহরম তুমি খোদার দেয়া কুদরত
তোমার দিনে নবীর প্রেমে ইমাম হোসাইন শাহাদাত।
যার দশ তারিখে আদম হাওয়া হল
সৃষ্টি পাহাড়ে লেগে থেমে গেছে নূহের কিস্তি,
ঐ দিনেতে আদম নবীর দোয়া কবুল হয়
আয়ুব নবী কিড়া হতে বীমার মুক্ত হয়,
মাছের পেট হতে ইউনুচ নবী যেদিন পাই জগত।
যার দশ তারিখে ইদ্রিস নবী গেছে বেহেস্ত
ইব্রাহীম নবীর অগ্নিকুন্ড হলো ফুলের প্রশস্ত,
অগ্নিকুন্ড ফুল বিছানা খোদার আজমত।
যার দশ তারিখে কারবালাতে নবীর আওলাদ
আহলে বায়াত বাহাত্তর জন হলো শাহাদাত,
সে ইতিহাসে থাকবে যতদিন রবে জগত।
ঐ দিনেতে আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য
কত সুন্দর সৃজন বেহেস্ত,
যে দিবসে সর্ব প্রথম ধরাতে বৃষ্টি বর্ষন মওলার রহমত।