কবিতার নাম-অভাবী পথিকঃএই পৃথিবীর মানুষগুলি সবাই বলে ভালো আমি
জ্ঞানের-জ্ঞানী,ধনীর-ধনী শোন, আল্লাহ তার খুশি মত দান করেছেন
নেই তাতে তাঁর কোন অহংকার বিন্দুমাত্র কোন ক্ষমতার বাহাদুরী।
এই পৃথিবীর মানুষগুলি সবাই বলে ভালো আমি।
বসবাস গোত্র,সমাজ পাশাপাশি জ্ঞানী
ধনী,ক্ষমতা দেখাও বাহাদূরী।
এই পৃথিবীর মানুষগুলি সবাই বলে ভালো আমি।
মা কাঁদে,শিশু,বৃদ্ধ কাঁদে কাঁদে নির্যাতিত,দুর্বল,অসহায়।
ন্যায্য সঠিক ন্যায়ের পথে দাও অধিকার,কেন কাঁদে?
এই পৃথিবীর মানুষগুলি সবাই বলে ভালো আমি।
অংশীদারের হক,ন্যায্য দাবী আপনজন থাকে কেন বঞ্চিত অভাবী।
এই পৃথিবীর মানুষগুলি সবাই বলে ভালো আমি।
আমি নিঃস্ব,নির্যাতিত,অসহায়।
ন্যায় শাসক,জ্ঞানী,ধনী মহাদানবীর দয়াময় ক্ষমতাবান আল্লাহ তুমি।
সুখ,শান্তি,ভালোবাসা দাও আল্লাহ! ,কবি-তাজ উদ্দীন ।
Discussion about this post