চট্রগ্রাম লালখান বাজারের স্হানীয় বাসিন্দা মোহাম্মদ মোস্তোফার পরিবার সংবাদ সম্মেলনে বলেন তাহাদের প্রতিবেশি জনৈক মোঃ জাফর নামক ব্যাক্তি তাদের ভিটাভূমি হাতিয়ে নেওয়ার জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়ে আসছে এবং কয়েকটি মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করে আসছে ।
গত ৪ই মে সন্ধা ৭ টায় চট্রগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় একটি অভিযাত হোটেলে এই সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয় ।
এই সময়ে ভুক্তভেগী মোহাম্মদ মোস্তফর স্ত্রী বলেন লাল খান বাজারের একটি সন্ত্রাসী চক্র তাদের ভিটা ভুমি হাতিয়ে নেওয়ার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে মিথ্যা মামলা থেকে রেহাই পেতে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভেগী মোস্তোফার পরিবার ।