কক্সবাজার প্রতিনিধি: সাগরে মাছ ধরতে গিয়ে ফিশিং বোটসহ মিয়ানমারের নৌবাহিনীর হাতে আটক ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
শুক্রবার (৬ সিসেম্বর) রাতে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূন্য রেখায় কোস্ট গার্ডের (সিজিএফ) তাজউদ্দিন নামে জাহাজে মিয়ানমার কর্তৃপক্ষ তাদের ফেরত দেওয়ার কথা রয়েছে। জেলেদের মধ্যে ১৩ জন ভোলার, দুই জন চট্টগ্রামের, একজন ঝালকাঠি এবং একজন মুন্সিগঞ্জ জেলার অধিবাসী।
জেলেদের হস্তান্তর কার্যক্রমে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন তাজউদ্দিন জাহাজের কমান্ডার মেজবাহ উদ্দিন। এ প্রসঙ্গে কমান্ডার মেজবাহ উদ্দিন বলেন, মিয়ানমার জলসীমানায় সেদেশের নৌবাহিনীর হাতে আটক বাংলাদেশি জেলেদের রাতে ফেরত দেওয়ার কথা রয়েছে।
সাগরে জাহাজ অপেক্ষামাণ রয়েছে। তিনি আরও বলেন, সরকারের প্রচেষ্টায় মিয়ানমার থেকে ফিশিং বোটসহ ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত আনা সম্ভব হচ্ছে। দুই দেশের আলোচনায় এই প্রথম সাগরের মাঝখানে কোস্টগার্ড কোনও বাংলাদেশিকে ফেরত আনছেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, গত ৪ ডিসেম্বর বিকালে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে মিয়ানমারের রাখাইন রাজ্যের রাথিডং উপকূলের মাইও নদীর মোহনায় মিয়ানমারের জলসীমায় দেশটির নৌবাহিনী ১৭ বাংলাদেশি জেলেসহ এফবি গোলতাজ-৪ (এফ-৬০৭৯) নামে বাংলাদেশি একটি ফিশিং বোট আটক করে।
পরে সেদেশে বাংলদেশের নিযুক্ত দূতাবাস বিষয়টি সরকারের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করে।
Discussion about this post