এম এ হাসান,কুমিল্লাঃহাইওয়ে পুলিশ এর বেপোয়ারা অনিয়ম অভিযোগে মহাসড়কে শ্রমিকের অবরোধ।ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ৪জুন সকালে অটোরিক্সা চালক শ্রমিকের বিক্ষোভ এর ঘটনা ঘটেছে।কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।চৌদ্দগ্রাম উপজেলা মিয়াবাজার হাইওয়ে পুলিশ এর বিরুদ্ধে এই বিক্ষোভ করেন অটোরিক্সা চালক মালিক সমিতির শ্রমিক।উপজেলা চৌদ্দগ্রাম এর অটোরিক্সা মালিক সমিতির সভাপতি জামাল উদ্দিন ও সাধারন সম্পাদক চট্টু মিয়া অভিযোগ করে বলেন মহাসড়কে মিয়াবাজার হাইওয়ে পুলিশ অভিযান এর নাম করে প্রায় প্রতিদিন ই ব্যাটারি চালিত পরিবহন আটক করে পরে ৮-১০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়,এমন ও হয় যে একটি অটোরিক্সা মাসে ২/৩ বার আটক করে পুলিশ,এছারা চালকদের উপর শারীরিক নির্যাতন,অটোরিক্সা বেঙ্গে পেলার ও অভিযোগ করেন,আসন্ন ঈদ কে কেন্দ্র করে পুলিশ এর অত্যাচার ক্রমশই বেড়ে ই চলছে,আর তাই চালক মালিক সমিতির লোকজন হাইওয়ে পুলিশ এর বিরুদ্ধে উপজেলার আটকগ্রাম হাড়ীসর্দার পৃথক পৃথক ভাবে মহাসড়ক অবরোধ করলে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণ করে।উপজেলার অটোরিক্সা মালিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক আঃজলিল জানান আমরা পুলিশের এমন অত্যাচার এর বিষয়টি উপজেলা পৌর মেয়র কে অবহিত করেছি।মিয়াবাজার হাইওয়ে পুলিশ এর মিথ্যা মামলার বিষয়টি ও আমরা মেয়র সাহেব কে জানিয়েছি।উল্লেখ্য সাম্প্রতিক মহাসড়কে ৬ নং ঘোলপাষা ইউনিয়ন সংগ্লন মহাসড়কে পুলিশ ও চালকের মাজে এক বিক্ষোভ এর ঘটনায় হাইওয়ে পুলিশ বাদী হয়ে ৫ জন সহ সন্দেহমূলক ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন।মিয়াবাজার হাইওয়ে পুলিশ ইনচার্জ এর সাথে এই বিষয়ে কথা বললে উনি জানান এটা একটা মহলের উস্কানীমূলক বিক্ষোভ হয়েছে,কেননা আমাদের পুলিশের উপর হামলার ঘটনায় আমরা অভিযোগ করার পর ই পরকল্পিত ভাবে এই বিক্ষোভ করা হয়।অটোরিক্সা চালকদের আমরা অহেতুক হয়রানি করার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান কে বিষয়টি নিয়ে কল দিলে উনি একটি মরহুমের জানাযা নামাজে আছেন বলে পরে কথা বলবেন বলে জানায়।
Discussion about this post