৭১ বাংলাদেশ প্রতিবেদকঃচট্রগ্রামের কৃতি সন্তান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর প্রয়াত আলহাজ্ব এডভোকেট বীর মুক্তিযুদ্ধা নুরুচ্ছফা তালুকদারের ৮ম মৃত্যু বার্ষিকী স্বরণে চট্রগ্রাম রিপোর্টাস ইউনিটির উদ্যোগে ৯ফেব্রুয়ারী বিকেল ৫ ঘটিকায় চট্রগ্রাম নগরীর বঙ্গবন্ধু ভবনস্হ এস এম জামাল উদ্দিন হলে চট্রগ্রাম রিপোর্টাস ইউনিটির সভাপতি কিরণ শর্মার সভাপতিত্বে এবং স্মরণ সভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ কামাল হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মাইনুদ্দিন কাদেরী শওকত বলেন, আইনজীবী হিসেবে এডভোকেট নুরুচ্ছফা তালুকদার ছিলেন সাহসী, নির্লোভ ও নিরহংকারী আইনজীবী, যুদ্ধ কালীন সময়ে তিনি রাঙ্গুনিয়ার মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে অসংখ্য ভূমিকা রেখেছিলেন।
প্রধান আলোচকের বক্তব্যে সাতকানিয়া পৌর মেয়র কবি মোঃ জোবায়ের বলেন, এডভোকেট নুরুচ্ছফা তালুকদার সজ্জন আইনজীবী হিসেবে চট্রগ্রামের সকলের কাছে সমাদৃত, আমার দেখা মতে তিনি ছিলেন আপাদমস্তক ভদ্রলোক।তাহার সুযোগ্য সন্তান ড. হাসান মাহমুদ একাধিকবার মন্ত্রী পরিষদের স্থান পেয়ে এবং বর্তমানে তথ্য মন্ত্রী হয়ে চট্রগ্রামকে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।
এতে আরো বক্তব্য রাখেন চট্রগ্রাম রিপোর্টাস ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি মাহাতাব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক কাজী হুমায়ূন কবির, যুগ্ম সম্পাদক আমিনুল হক শাহীন, অর্থ সম্পাদক নুরুল কবির, দপ্তর সম্পাদক আব্দুল করিম সেলিম, সাংস্কৃতিক সম্পাদক অরুণ নাথ, ডাঃ বরুন কুমার আচার্য্য বলায়, মোঃ ফিরোজ চৌধুরী, সবুজ অরণ্য, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন,দৈনিক ৭১ বাংলাদেশ পএিকার সম্পাদক শেখ সেলিম,মোঃ নুর হোসেন, মোঃ নুরুল আমিন, ডাঃ মোঃআইয়াজ সিকদার, সালাউদ্দিন লিটন,এম নুরুল হুদা চৌধুরী,শাকিল আহমেদ,ইফতেখারুল করিম চৌধুরী,এস ডি জীবন,সমীর কান্তি দাস।উল্ল্যেখঃ প্রয়াত এডভোকেট বীর মুক্তিযুদ্ধা নুরুচ্ছাফা তালুকদার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের পিতা।