জনতার কলাম ঃমহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় কবিতা মঞ্চ – চট্টগ্রাম বিভাগ এর উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ষোলশহর বিপ্লব উদ্যানে মুক্তিযুদ্ধের কথামালা ও কবিতা পাঠের আসরের আয়োজন করা হয়। জাতীয় কবিতা মঞ্চের বিভাগীয় সম্পাদক Tushar Mujib এর সঞ্চালনায় সভাপতি সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ঠ সাহিত্যিক,গবেষক,ভাষাবিদ কবি মাহমুদুল হাসান নিজামী।
তুষার মুজিবের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাধীনতার কবিতা পাঠ করেন কবি M A Hashem Akash, কবি Sukkur Chowdhury,কবি Anamika Jahan, কবি Md Riduanul Alam Chowdhury, কবি Tamanna Miti, কবি, সাংবাদিক Kamal Parvez, কবি Parvin Akther, কবি Marzuk Hafiz এবং এই অধম Faruque M. Jahangir.
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন জনাব Farid Millat, শেখ আলাউদ্দিন।
প্রধান অতিথির ভাষণে কবি মাহমুদুল হাসান নিজামী ভাষা ও সাহিত্যের উপর জ্ঞানগর্ব আলোচনা করেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার উম্মেষের পিছনে কবি সাহিত্যিকদের অবিস্মরণীয় ভুমিকার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। বিশ্বের দেশে দেশে শোষণ বঞ্চনা হতে মুক্তিকামী জনতার জাগরণে বিশ্ব জুড়ে কবি সাহিত্যিকদের ভুমিকার কথা উল্লেখ করেন। তিনি এও বলেন যে, জগতের প্রায় সব প্রধান ধর্মের বাণীসমুহ ও কবিতার ছন্দে আবির্ভুত। অতএব কবিতার মাধ্যমেই জগতের সব মানুষের জন্য শান্তি ও কল্যাণের বার্তা বাহিত হয়েছে। তাই আজ এই অশান্তিময় বিশ্বে কবিতার মাধ্যমেই প্রবাহিত হতে পারে শান্তির বাতাবরণ। কবি নিজামী ভাইয়ের কন্ঠে স্বরচিত কবিতা শুনেন উপস্থিত কবি ও সাহিত্যানুরাগীগণ।
সর্বশেষ সভার সভাপতি সাহিত্যিক সাহাবুদ্দিন হাসান বাবু ভাই সাহিত্যপ্রেমী বন্ধুদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে কবিতার প্রতি প্রবল ভালবাসা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Discussion about this post