মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে মুক্তিযোদ্ধার সন্তানদের শিক্ষিত হয়ে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহবান জানিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান।
১৭ জুলাই সকাল ১১টায় সি.এম.পি কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি আরো বলেন, বাঙ্গালীর স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ পথ পরিক্রমায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগন ৯মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যদিয়ে মহান স্বাধীনতা অর্জন করে।
তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে মুক্তিযোদ্ধার সন্তানদের সবার্গ্রে এগিয়ে থাকার আহবান জানান।
এসময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক মন্ত্রী মরহুম জহুর আহমদ চৌধুরীর সন্তান শরফুদ্দিন আহমেদ চৌধুরী রাজু, মুক্তিযোদ্ধ সংসদ সন্তান কেন্দ্রীয় কমিটির সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম মহানগর কমিটি যুগ্ম আহবায়ক সাহেদ মুরাদ সাকু, সদস্য সচিব কাজী রাজিশ ইমরান, সিনিয়র সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সৈয়দ এনায়েতুর রহমান রাব্বি, জুনায়েদ আহমেদ, সৈয়দ ওমর প্রমুখ।
Discussion about this post